জ্বী।
প্রোডাক্ট পছন্দ না হলে কাস্টমার ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ণ করতে পারবে।
জ্বী। পারবেন!
Pathao বা SteadFast কুরিয়ারের সকল পার্সেল অনলাইনে ট্র্যাক করা যায়। ফলে আপনি জানতে পারবেন আপনার পার্সেল কখন, কোথায়, কী অবস্থায় আছে বা ডেলিভারি হয়েছে কিনা।
ডেলিভারির আগে কাস্টমারের নম্বরে এসএমএসের মাধ্যমে ডেলিভারির তথ্যও পাঠানো হয়।
Amar Deal প্ল্যাটফর্মে ভেণ্ডর/মার্চেণ্ট/রিসেলার/ড্রপশিপার/কাস্টমারদের ব্যবসায়িক গোপনীয়তা ও ইনকাম সুরক্ষা নিশ্চিত করতে এই ফি ধার্য করা হয়েছে।
তাছাড়া এই ফি কোনভাবেই Amar Deal কর্তৃপক্ষ গ্রহণ করেনা। এই ফি এর পুরো টাকাটাই পূর্ববর্তী একাউণ্টধারীদের ওয়ালেটে রেফারেল ইনকাম হিসেবে পাঠানো হয়।
🔒 প্রাইভেসি সুরক্ষা:
ফি নেওয়ার পর শুধু রেজিস্টার্ড মেম্বার/রিসেলার/ড্রপশিপারগণই হোলসেল/রিসেলিং প্রাইস দেখতে পারবেন।
নন রেজিস্টার্ড বা সাধারণ কোন কাস্টমার Amar Deal -এর কোন পণ্যের হোলসেল/রিসেলিং প্রাইস দেখতে পারবেনা।
💰 আপনার লাভ নিশ্চিত:
উদাহরণস্বরূপ, কোন প্রোডাক্টের হোলসেল/রিসেলিং মূল্য যদি হয় ৫০০ টাকা এবং আপনি সেটি কাস্টমারের কাছে বিক্রি করেন ৮০০ টাকায়,
তাহলে ফি সিস্টেম কার্যকর থাকার কারনে কোন কাস্টমার পণ্যের হোলসেল/রিসেলিং প্রাইস জানতে পারবেনা।
ফলে আপনি নিশ্চিন্তে নিজের প্রফিট, বোনাস, কমিশন বা ইনকামের গোপনীয়তা বজায় রাখতে পারবেন।
✨ Amar Deal -এ একাউণ্ট রেজিস্ট্রেশন ফি-
আপনার ব্যবসাকে রাখুন আরও নিরাপদ, প্রফেশনাল ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে।
Amar Deal এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের ই-কমার্স ব্যবসা ঘরে বসেই শুরু করতে পারেন।
এখানে কোন প্রকার ইনভেস্টমেন্ট বা পণ্য স্টক রাখার দরকার নেই।
আপনি শুধু রিসেলার হিসেবে সাইন আপ করে Amar Deal –এর যেকোন প্রোডাক্ট থেকে বেছে নিয়ে নিজের অনলাইন শপ বা ফেসবুক পেইজে বিক্রি করবেন।
অর্ডার আসলে Amar Deal কর্তৃপক্ষই পণ্য প্যাকেজিং, শিপিং ও ডেলিভারির সমস্ত ব্যবস্থা করে দেয়।
আপনি শুধু প্রফিট, বোনান, কমিশন, ইনসেনটিভ, ইনকাম বুঝে নিবেন।
ড্রপশিপিং/রিসেলিং হলো এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে আপনি নিজে কোনো পণ্য স্টক না করেই Amar Deal -এর মাধ্যমে রিসেলিং/ড্রপশিপিং করতে পারেন।
অর্থাৎ, আপনি একজন মধ্যস্থতাকারী (Middleman) হিসেবে কাজ করবেন- কাস্টমার অর্ডার দিলে বা কাস্টমার থেকে আপনি যেকোনভাবে অর্ডার নিয়ে আপনি শুধু সেই অর্ডারের তথ্য ও কাস্টমারের ঠিকানা Amar Deal -এ সাবমিট করবেন।
এরপর প্রোডাক্টের প্যাকেজিং, কুরিয়ার করা সহ কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় সম্পূর্ণ দায়িত্ব ও কর্তব্য Amar Deal -এর।
এই মডেলে আপনাকে কোনো পণ্য কিনে স্টক বা স্টের করে রাখতে হয়না বা আলাদা অফিসের প্রয়োজন হয় না। আপনি শুধু Amar Deal থেকে পছন্দের পণ্য বেছে নিয়ে আপনার নিজের শপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইমো ইত্যাদি যেকোন প্লাটফর্মে পোস্ট করবেন এবং কাস্টমারের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন- কথা বলবেন। পেজ বা ওয়েবসাইটে আপলোড করবেন। কাস্টমার যখন অর্ডার করবে, তখন আপনি সেই অর্ডার Amar Deal -এ সাবমিট করবেন।
অথবা Amar Deal থেকে জাস্ট ফ্রি আনলিমিডেট ল্যাণ্ডিং পেইজ নিয়ে সেখানে আপনার পছন্দের পণ্য নিয়ে সাজাবেন এবং তা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইমো ইত্যাদি যেকোন প্লাটফর্মে পোস্ট করবেন।
বাকি সবকিছু- যেমন : ডেলিভারি ও কাস্টমার সার্ভিস- Amar Deal নিজেই পরিচালনা করবে।
ড্রপশিপিং/রিসেলিং মডেলের প্রধান সুবিধা:
✅ বিনা ইনভেস্টমেণ্ট বা কম ইনভেস্টমেন্ট : পণ্য স্টক রাখতে না হওয়ায় ব্যবসা শুরু করা সহজ ও খরচ কম।
✅ বিনা ঝুঁকি বা কম ঝুঁকি : বিক্রি না হওয়া পণ্যে কোনো ক্ষতি বা লসের ঝুঁকি নেই।
✅ ফোকাস মার্কেটিংয়ে : আপনাকে শুধু প্রচার ও বিক্রি বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে।
✅ ঘরে বসেই ব্যবসা : শুধু একটি মোবাইল বা ল্যাপটপ দিয়েই সম্পূর্ণ অনলাইন ব্যবসা পরিচালনা করা যায়।
আপনি ভেণ্ডর বা মার্চেণ্ট হলে আপনার স্টক থেকে প্রোডাক্ট বুকিং/ডেলিভারীর দায়িত্ব হবে আপনার। রিটার্ণ পার্সেল আসলে সেটার দায়িত্ব আপনার। আপনি সেটার বিক্রিত টাকা কালেকশন করবেন।
আপনি কাউরো প্রোডাক্ট রি-সেল করতে চাইলে প্রোডাক্ট তিনি বুকিং/ডেলিভারী করবেন। তিনি বিক্রিত মূল্য কালেকশন করে আপনার লভ্যাংশ আপনাকে বুঝিয়ে দিবেন।
শর্ত সাপেক্ষে বুকিং/ডেলিভারীর দায়িত্ব অন্য কাউকেও দিতে পারেন।
কোন কমিশন দিতে হয়না। কমিশন ফ্রী।
উঃ আমাদের মাধ্যমে আপনার ব্যবসা প্রসারণের জন্য আপনাকে Amar Deal -এ সেলার/বিক্রেতা অথবা উৎপাদক হিসেবে নিবন্ধিত হতে হবে। বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য hello@amardeal.com -এ ই-মেইল পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এসম্পর্কে আরো বিস্তারিত দেখুন “সেলার/উৎপাদক প্রক্রিয়া” পেজে। এছাড়াও আপনার যেকোন জিজ্ঞাসা অথবা সুচিন্তিত মতামত আমাদের কাছে পাঠাতে পারেন। ই-মেইল করুন এই ঠিকানায়ঃ hello@amardeal.com
Amar Deal -এর সাথেই থাকুন।
ধন্যবাদ।
উঃ আপনি আপনার যেকোন জিজ্ঞাসা পাঠাতে পারেন admin@paikarisales.com এই ইমেইল অ্যাড্রেস এ অথবা আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে পারেন (সপ্তাহে ৭ দিন সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত)।
উঃ হ্যাঁ, আপনি আপনার প্রিয়জনের জন্য অথবা নির্দিষ্ট কোন ঠিকানায় পণ্য প্রেরণের জন্য ক্রয় করতে পারেন। এজন্য আপনাকে অনলাইনে অর্ডার প্রদান করতে হবে, মূল্য পরিশোধ করতে হবে এবং যে ঠিকানায় আপনি উপহারটি পাঠাতে চান সেই ঠিকানা প্রদান করতে হবে। আমাদের ডেলিভারি টিম আপনার প্রদত্ত অর্ডারটি যথাস্থানে পৌঁছে দেবে ইনশা-আল্লাহ।
উঃ হ্যাঁ, আপনি আপনার পছন্দের যেকোন পণ্য ক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগের নিম্নোক্ত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন।
আমারদের এই ই-মেইলঃ hello@amardeal.com ঠিকানায় ই-মেইল পাঠাতে পারেন।
অথবা Contact Us অপশন ব্যবহার করতে পারেন।
অথবা মার্চেণ্ট/ভেণ্ডরের সাথে যোগাযোগ করতে পারেন।
সরাসরি হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বরে কথা বলতে পারেন।
উঃ Amar Deal কর্তৃক ডেলিভারীকৃত পণ্য যদি আপনার পছন্দ না হয় অথবা ত্রুটিযুক্ত পণ্য অথবা ব্যবহার অনুপযোগী পণ্য আপনি ফেরত দিতে পারবেন। তবে সেক্ষেত্রে পণ্য ফেরত সংক্রান্ত নিয়মাবলী প্রযোজ্য হবে। পরিবর্তনযোগ্য পণ্যের ক্ষেত্রে কোনপ্রকার অতিরিক্ত মূল্য ছাড়াই নতুন পণ্য দ্বারা আপনার ফেরতকৃত পণ্যটি পরিবর্তন করে দেওয়া হবে। আর যদি তা পরিবর্তনযোগ্য না হয় এবং তার মূল্য যদি আপনি ইতোমধ্যেই প্রদান করে থাকেন তবে তা অবশ্যই ফেরত পাবেন। এক্ষেত্রে নতুন পণ্যের সাথে আপনার পাওনাদি সমন্বয় করা হবে অথবা নগদ টাকা ফেরত দেওয়া হবে। বাতিলকৃত/ফেরতকৃত পণ্যের মূল্য ফেরত সম্পর্কে আরো বিস্তরিত দেখুন বাতিলকৃত/ফেরতকৃত প্রক্রিয়া” পেজে।
উঃ Amar Deal কর্তৃক ডেলিভারীকৃত পণ্য যদি আপনার পছন্দ না হয় অথবা ত্রুটিযুক্ত পণ্য অথবা ব্যবহার অনুপযোগী পণ্য আপনি ফেরত দিতে পারবেন।
তবে সেক্ষেত্রে পণ্য ফেরত সংক্রান্ত নিয়মাবলী প্রযোজ্য হবে। আপনাকে অবশ্যই আমাদের বিক্রয় প্রতিনিধির সাথে অথবা কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলে ফেরত দেওয়ার বিষয়টি নথিভূক্ত করতে হবে। আমাদের বিক্রয় প্রতিনিধি আপনার সাথে যোগাযোগের মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করবেন এবং দ্রুত পণ্যটি ফেরত নেওয়ার ব্যবস্থা করবেন। পণ্য পরিবর্তনের আরো বিস্তরিত দেখুন “পণ্য পরিবর্তনের প্রক্রিয়া” পেজে।
উঃ হ্যাঁ, Amar Deal সারা বাংলাদেশে ফলপ্রসূ প্রক্রিয়ার মাধ্যমে পণ্য ডেলিভারী করে। সেক্ষেত্রে প্রচলিত কুরিয়ার সার্ভিস -এর সহযোগীতা নেওয়া হয় এবং কুরিয়ার সার্ভিস এর নির্ধারিত ফি প্রদান করতে হবে।
উঃ না, আপনাকে শুধুমাত্র পণ্যের মূল্য এবং ডেলিভারি খরচ প্রদান করতে হবে যদি আপনি পণ্য বাসায় পৌঁছিয়ে নিতে চান।
উল্লেখ্যঃ নির্দিষ্ট কিছু এলাকায় আমরা বিনামূল্যে হোম-ডেলিভারী সেবা প্রদান করছি, এক্ষেত্রে আপনাকে শুধু পণ্যের মূল্য পরিশোধ করতে হবে। পণ্যের মূল্য ছাড়া আর কোন ধরণের প্রকাশিত/অপ্রকাশিত খরচ নেই।
উঃ যে সমস্ত নির্দিষ্ট এলাকায় (যদি থাকে) ফ্রি হোম-ডেলিভারী চালু আছে সেই সমস্ত এলাকায় প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ পর্যন্ত আমাদের ডেলিভারী টিম কাজ করে। তবে জরুরী প্রয়োজনে সময়ের পরিবর্তন ঘটতে পারে। এর বাইরে প্রচলিত কুরিয়ার সার্ভিস এর নিয়ম অনুযায়ী ডেলিভারীর সময় প্রযোজ্য হবে।
উঃ নির্দিষ্ট কিছু এলাকায় আমরা বিনামূল্যে হোম-ডেলিভারী সেবা প্রদান করছি, এক্ষেত্রে ডেলিভারীর জন্য কোন চার্জ নেওয়া হয় না। এর বাইরে ডেলিভারীর ক্ষেত্রে প্রচলিত কুরিয়ার সার্ভিস এর সহযোগীতা নেওয়া হয় এবং কুরিয়ার সার্ভিস এর নির্ধারিত ফি প্রদান করতে হবে।।
উঃ হ্যাঁ, ১ থেকে ২,৯৯৯ টাকা সমপরিমাণ বাজার আপনি ক্যাশ অন ডেলিভারী সিস্টেমে অর্ডার করতে পারবেন।
৩,০০০ বা তার অধিক টাকার কেনাকাটার জন্য আপনাকে অবশ্যই বিকাশে পেমেন্ট করতে হবে।
উঃ ক্যাশ অন ডেলিভারী হলো আমাদের ডেলিভারী টিম যখন আপনার ঠিকানায় অর্ডারকৃত পণ্য নিয়ে পৌঁছাবে তখন আপনি আপনার পন্য বুঝে নিয়ে ডেলিভারীম্যানের নিকট পণ্যের মূল্য পরিশোধ করে দিবেন।
উঃ Amar Deal এ পণ্যের মূল্য পরিশোধের জন্য আপনি নিচের মাধ্যমগুলো ব্যবহার করতে পারবেন।
* ক্যাশ অন ডেলিভারি (পণ্য পৌঁছানোর পর ডেলিভারীম্যানের নিকট মূল্য পরিশোধ)।
* মোবাইল ব্যাংকিং -এর মাধ্যমে পেমেন্ট (যেমন:বিকাশ, নগদ, রকেট, ইউক্যাশ)।
* ব্যাংক পেমেন্ট -এ ব্যাংক একাউন্টে ফাণ্ড ট্রান্সফার করতে পারেন।
* চেকের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারেন।
* সরাসরি অফিস থেকে পণ্য সংগ্রহের ক্ষেত্রে আপনি পণ্য বুঝে নিয়ে সরাসরি মূল্য পরিশোধ করতে পারেন।
উঃ Amar Deal থেকে কেনাকাটার জন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করুনঃ ক্যাটাগরী ও পণ্য অনুযায়ী Amar Deal -এর বিভিন্ন পেজ এ ভিজিট করুন এবং আপনার পছন্দ অনুযায়ী পণ্য নির্বাচন করুন।
পণ্য নির্বাচনের ক্ষেত্রে পণ্যের বিস্তারিত বিবরণ ও শর্তাবলী লক্ষ্য করুন এবং প্রয়োজনে পণ্যের সাইজ ও পরিমাণ নির্ধারণ করুন।
পছন্দমত পণ্য আপনার বাজার তালিকায় সংযুক্ত করুন।
এজন্য Add to Cart/তালিকায় যোগ করুন বাটনে ক্লিক করুন।
এভাবে আপনার প্রয়োজনীয় পণ্যগুলো বাছাই শেষে View Cart/তালিকা দেখুন বাটনে ক্লিক করুন।
অর্ডার করার ক্ষেত্রে পণ্যের মূল্য পরিশোধের মাধ্যমগুলো আপনি দেখতে পাবেন।
আপনি কীভাবে পণ্যের মূল্য পরিশোধ করতে চান তা উল্লেখ করুন।
মূল্য পরিশোধের উপায়গুলো হলঃ
ক্যাশ অন ডেলিভারী,
মোবাইল ব্যাংকিং,
মাস্টার কার্ড,
ব্যাংক পেমেন্ট,
নগদ ক্যাশ এমনকী
চেকের মাধ্যেমেও পরিশোধ করতে পারবেন।
সর্বশেষে Confirm Order/অর্ডার তৈরী করুন বাটনে ক্লিক করে আপনার অর্ডার সম্পন্ন করুন।
আপনার অর্ডার এর প্রেক্ষিতে আমাদের একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে ফোন করবেন অর্ডারটি নিশ্চিত করার জন্য।
উঃ হ্যাঁ, একজন পাইকারি বিক্রেতা হিসেবে আপনি আমাদের কাছ থেকে বেশি পরিমাণ পণ্য ক্রয় করতে পারেন। এক্ষেত্রে আপনার অনুরোধগুলো জানিয়ে আমাদেরকে ইমেইল করুন sales@paikarisales.com এই ঠিকানায়। আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার অর্ডার গ্রহণ বিষয়ে খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবেন।
উঃ Amar Deal নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির প্রায় সকল কিছুই নিয়ে এসেছে আপনার দরজায়। মুদিখানা, বাথরুম/টয়লেট্রিজ সামগ্রী, প্রসাধনী, বেবী আইটেম, মোবাইল ফোন, কম্পিউটার ও কম্পিউটা এক্সেসরিজ, ইলেক্ট্রিক ও ইলেকট্রনিক্স আইটেম, ক্রোকারীজ, ফলমূল, দই-মিষ্টি, বেকারী, উপহার সামগ্রীসহ নানা ধরনের ক্যাটগরীতে সাজানো হয়েছে Amar Deal ।
উঃ আপনি লগইন পাসওয়ার্ড হারিয়ে ফেললে বা ভুলে গেলে যা করবেনঃ
প্রথমে- paikarisales.com এ ভিজিট করুন।
Sign In / লগ-ইন বাটনে ক্লিক করুন।
সেখানে আপনি Forgot Password অপশন দেখতে পাবেন যেখানে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে।
নতুন পেজটিতে আপনাকে ইমেইল অ্যাড্রেস/ফোন নম্বর প্রদান করে Submit বাটনে ক্লিক করতে হবে।
আপনার ইমেইল অ্যাড্রেস/মোবাইল ফোন এ একটি লিঙ্ক পাঠানো হবে যেখানে ক্লিক করলে Amar Deal এর ওয়েবসাইট এ নিয়ে আসবে এবং আপনার নতুন পাসওয়ার্ড প্রদান করতে বলবে।
আপনার নতুন পাসওয়ার্ড প্রদান করে Submit করলেই আপনার পাসওয়ার্ড পরিবর্তিত হবে।
উঃ আপনার একাউন্ট এ লগইন করার জন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করুনঃ প্রথমে-
amardeal.com ভিজিট করুন।
Sign In / লগ-ইন বাটনে ক্লিক করুন।
আপনার মোবাইল নম্বর/মেইল ও পাসওয়ার্ড প্রদান করুন এবং আপনার একাউন্টে লগ-ইন করুন।
উঃ Amar Deal প্রতিনিয়তই তার নিবন্ধিত ক্রেতাদের জন্য চমৎকার সব অফার ও পণ্যের উপর ডিসকাউন্ট নিয়ে আসে। আমাদের নিউজলেটার -এ সাবস্ক্রিপশন -এর মাধ্যমে আপনি আমাদের এই সব চমকপ্রদ অফার ও ডিসকাউন্ট সম্পর্কে জানতে পারবেন।
উঃ না, Amar Deal -এ সদস্য হতে আপনাকে কোন অর্থ প্রদান করতে হবে না। আপনাকে শুধু ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধে অর্থ প্রদান করতে হবে।
উঃ জ্বী, আমরা কঠোরভাবে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে আমাদের ক্রেতাদের তথ্য সংরক্ষণ করি। কোন পরিস্থিতিতেই আমরা ক্রেতাদের তথ্য তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে শেয়ার করি না।
উঃ Amar Deal -এ নিবন্ধন/সাইন আপ/রেজিস্ট্রেশন করার জন্য নিচের নির্দেশাবলী লক্ষ্য করুনঃ
প্রথমে www.amardeal.com ভিজিট করুন।
ভেণ্ডর/মার্চেণ্ট রেজিস্ট্রেশন :
আপনি ভেণ্ডর বা মার্চেণ্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে চাইলে মেন্যূতে-
ভেণ্ডর জোন > বিকাম এ ভেণ্ডর
বাটনে ক্লিক করুন।
অথবা ডাউরেক্ট লিংক : https://www.amardeal.com/vendor/auth/registration/index
প্রয়োজনীয় সামান্য কিছু তথ্যাবলি যেমন :
আপনার নাম
ফোন নম্বর
ঠিকানা
পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রকৃয়া সম্পন্ন করুন।
রিসেলার রেজিস্ট্রেশন :
আপনি রিসেলার হিসেবে রেজিস্ট্রেশন করতে চাইলে মেন্যূতে-
রিসেলার > রেজিস্ট্রেশন
বাটনে ক্লিক করুন।
অথবা ডাউরেক্ট লিংক : https://amardeal.com/customer/auth/sign-up/reseller?referral_code=474652
প্রয়োজনীয় সামান্য কিছু তথ্যাবলি যেমন :
আপনার নাম
ফোন নম্বর
ঠিকানা
পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রকৃয়া সম্পন্ন করুন।
ক্রেতা/অর্ডার রেজিস্ট্রেশন :
আপনি ক্রেতা/অর্ডারকারী হিসেবে রেজিস্ট্রেশন করতে চাইলে মেন্যূতে-
> সাইন আপ
বাটনে ক্লিক করুন।
লিংক : https://amardeal.com/customer/auth/sign-up/customer
প্রয়োজনীয় সামান্য কিছু তথ্যাবলি যেমন :
আপনার নাম
ফোন নম্বর
ঠিকানা
পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রকৃয়া সম্পন্ন করুন।
রেফার কোড : 474652
📲 বিস্তারিত জানতে WhatsApp -এ যোগাযোগ করুন : 01711 353 363
উঃ জ্বী।
পণ্য কেনার পূর্বে আপনাকে আমাদের ওয়েবসাইটে নিবন্ধিত হতে হবে। নিবন্ধনের জন্য আপনাকে কিছু প্রাথমিক তথ্য যেমনঃ আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি প্রদান করতে হবে।
উঃ Amar Deal বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ভোক্তা ও বিক্রেতা বান্ধব অনলাইন বাজার/ই-কমার্স ওয়েবসাইট।
যেখান থেকে ঘরে বসে মোবাইল, অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করে পণ্য বেচা/কেনা করা যায় এবং হোম-ডেলিভারী সেবা গ্রহণ করা যায়।